গান্ধী আশ্রম ট্রাস্টের প্রাথমিক শিক্ষা এবং কৃষি সেবা বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধিঃগান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে  বুধবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদের বীরবিক্রম শহীদ মোজাফফর আহমেদ মিলনায়তনে সরকারি প্রাথমিক শিক্ষা এবং কৃষি বিভাগের সেবা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ট্রাস্টের সহকারী পরিচালক (মিডিয়া, কম্যুউনিকেশন এন্ড এইচ আর) অসীম কুমার বকসীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার। সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুহীউদ্দীন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব নবী ।
মতবিনিময় সভায় অসীম কুমার বকসীর সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইউনিয়ন পর্যায়ে কৃষি বিভাগের উপর সোশ্যাল অডিট ভিত্তিক ধারণা পত্র পাঠ করেন। প্রধান অতিথি বলেন যে, টেকসই উন্নয়ন অভীষ্ট ও উন্নয়ন লক্ষ্যমাত্রা (এস ডি জি)- (২) এবং (এস ডি জি)- (৪) অর্জনে বাংলাদেশের প্রচেষ্টা বৈশি^ক সমাজের কাছে প্রশংসার দাবী রাখে। সরকারি প্রাথমিক শিক্ষা এবং কৃষি বিভাগ থেকে যে সকল সেবামূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে তার প্রচার-প্রসার, স¦চ্ছতা, জবাবদিহিতা রক্ষাকরণে, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সরকার প্রতিনিধি, এনজিও, গনমাধ্যম কর্মী এবং জনসাধারণের সমন্বয় বৃদ্ধি করা অত্যন্ত জরুরী।
তিনি বলেন,গান্ধী আশ্রম ট্রাস্টের “বৃহত্তর নোয়াখালীতে মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং জনগণের ক্ষমতায়ন ” শীর্ষক প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের ধারাবাহিকতায় -এই সমন্বয় কাজে সামাজিক নিরীক্ষা এবং নাগরিক সংলাপ সহায়ক ভূমিকা রাখতে পারে। মানবাধিকার ও সুশাসন বিষয়ক প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য বৃহত্তর নোয়াখালী তথা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গওঝঊজঊঙজ, জার্মানী এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুহীউদ্দীন বলেন যে, বাংলাদেশের দক্ষ মানব সম্পদ গড়ার ভিত্তি মজবুত করার ক্ষেত্রে সরকারি প্রাথমিক শিক্ষা কার্যক্রম খুব গুরুত্বপূর্ণ অবদান রাখছে। “টেকসই উন্নয়ন অভীষ্ট ও উন্নয়ন লক্ষ্যমাত্রা (এস ডি জি)- (৪): সকলের জন্য অন্তর্ভূক্তিমূলক ও সমতা ভিত্তিক মানসম্মত শিক্ষার নিশ্চয়তা প্রদান এবং জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টি” অর্জন করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশেষ করে শিক্ষা বিভাগ কর্তৃক মানসম্মত শিক্ষার উন্নয়নে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোকপাত করেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব নবী বলেন যে, কৃষি প্রধান বাংলাদেশের মানুষের মানবাধিকার এবং একই সাথে মৌলিক চাহিদা হিসেবে খাদ্যের অধিকার পূরণে কৃষি বিভাগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। “টেকসই উন্নয়ন অভীষ্ট/উন্নয়ন লক্ষ্যমাত্রা (এস ডি জি) -(২): ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন এবং টেকসই কৃষির প্রসার” অর্জন করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশেষ করে কৃষি বিভাগ মানসম্মত কৃষি উন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বক্তব্য রাখেন।
ধারণা পত্রের আলোকে মুক্ত আলোচনায় মানবাধিকার বিষয়ক জয়াগ ইউনিয়ন কমিটির সহ-সভাপতি মোঃ লোকমান, সদস্য প্রিয়াঙ্কা রানী, নজির উল্যা, বজরা ইউনিয়ন কমিটির সহ-সভাপতি মোঃ সবুর উদ্দিন, সংরক্ষিত আসনের নারী সদস্য শাহীন আক্তার, ট্রাস্টের ট্রেনিং অফিসার মোঃ শাহজাহান, ফিল্ড অফিসার দীপিকা রানী কুন্ডু, মাহফুজ মোর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন এবং সরকারি প্রাথমিক শিক্ষা এবং কৃষি বিভাগের সেবা কার্যক্রমের গুণগত মান নিশ্চিতকরণে প্রধান অতিথি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশমালা পেশ করেন ।- প্রেসবিজ্ঞপ্তি

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১