নিজস্ব প্রতিনিধিঃগান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বন্যা কবলিত নোয়াখালী জেলার দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদেরকে স্কুলগামী হতে ও আনন্দমুখর শৈশব ফিরে পাওয়ার জন্য “পুষ্টিকর মিড ডে মিল” চালু করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর তারিখে গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব রাহা নব কুমার সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামে অবস্থিত গান্ধী মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে “পুষ্টিকর মিড ডে মিল” প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
এর পর ১ অক্টোবর থেকে চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নে ভাওর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অধ্যয়নরত ১১০জন শিক্ষার্থীর জন্য নিয়মিতভাবে একই ধরণের “পুষ্টিকর মিড ডে মিল” চালু করা হয়েছে। ট্রাস্টের সচিব রাহা নব কুমারের নেতৃত্বে ট্রাস্টের কর্মকর্তাগণ কর্তৃক “পুষ্টিকর মিড ডে মিল” সরবরাহ করার সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পারভীন আক্তার সহ শিক্ষকমন্ডলী এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের প্রত্যেকে নিয়মিতভাবে মিড ডে মিলের ১টি কলা, ১টি ডিম, ১টি পেয়ারা বা এক-চতুর্থাংশ জাম্বুরা খেতে পারছে। উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ নিয়মিতভাবে পুষ্টিকর খাবার খেতে পেরে খুবই আনন্দিত।
পুষ্টিকর মিড ডে মিল সরবরাহ সম্পর্কে শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে প্রতিক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে যে, বন্যা কবলিত পরিবারের অধ্যয়নরত শিশু শিক্ষার্থীরা মানসিক এবং শারীরিক দিক দিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছিলো বিশেষ করে দীর্ঘ দিন ধরে আশ্রয় কেন্দ্রে এবং ঘরের মধ্যে আটকে থাকার কারণে তাদের মাঝে যে মানসিক ট্রমা তৈরী হয়েছিলো পরবর্তীতে শিক্ষার্থীদের গড় উপস্থিতি কমে গিয়েছিলো। কিন্তু পুষ্টিকর মিড ডে মিল সরবরাহের কারণে সেই অবস্থা থেকে উত্তোরণ ঘটানো সম্ভব হয়েছে। বিদ্যালয়ে আনন্দমুখর শৈশব ফিরে পাওয়ার জন্য আগামী ডিসেম্বর, ২০২৪ মাস পর্যন্ত এ কর্মসূচী চালু রাখা গান্ধী আশ্রম ট্রাস্টের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গান্ধী আশ্রম ট্রাস্ট এর শুভানুধ্যায়ীদের কাছে মানবিক উদ্যোগে সহযোগিতার জন্য আহবান জানানো হয়েছে।
মিড ডে মিল” চালু কর্মসূচীর উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপ পরিচালক শংকর বিকাশ পাল, পিস কো-অর্ডিনেটর এবং এইচ আর বিভাগের ইনচার্জ অসীম কুমার বকসী, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন কো-অর্ডিনেটর খায়রুজ্জামান খোকন, এরিয়া ম্যানেজার স্বপন চন্দ্র পাল, প্রফুল্ল চন্দ্র ভৌমিক, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, সুমন কুমার বিশ্বাস, গান্ধী মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরী মজুমদার প্রমুখ।
গান্ধী মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল” চালু
- সুবর্ণ প্রভাত
- অক্টোবর ৬, ২০২৪
- ৮:১৮ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
•
ডিসেম্বর ১০, ২০২৪
সোনাইমুড়ীতে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন
•
ডিসেম্বর ১০, ২০২৪
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত