গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ নামাজ তাহাজ্জুদ

সুবর্ণ ইসলাম কর্ণার ডেস্ক : শেষ রাতের নামাজ অতীব গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত। যাকে তাহাজ্জুদের নামাজ বলে অভিহিত করা হয়েছে। এ নামাজ সুন্নত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে নিয়মিত এ নামাজ পড়তেন। এমনকি সাহাবায়ে কিরামকেও নিয়মিত পড়ার জন্য উদ্বুদ্ধ করতেন। আল কোরআনে তাহাজ্জুদ নামাজের কথা বিশেষভাবে বলা হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ‘রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়তে থাক। এ নামাজ তোমার জন্য আল্লাহর অতিরিক্ত ফজল ও করম। শিগগিরই আল্লাহ তোমাকে উভয় জগতে বাঞ্ছিত মর্যাদায় ভূষিত করবেন।’ সুরা বনি ইসরাইল, আয়াত ৭৯। প্রকৃতপক্ষে তাহাজ্জুদ নামাজ মন ও চরিত্রকে নির্মল ও পবিত্র করে। সত্যপথে অবিচল থাকতে পথ দেখায়। আল্লাহর নৈকট্যলাভে সহযোগিতা করে। তা ছাড়া যারা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাদের তার প্রিয় বান্দা বলেছেন। পাশাপাশি তাদের নেকি ও ইমানদারির সাক্ষ্যও দিয়েছেন। কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহর প্রিয় বান্দা তারা যারা তাদের প্রতিপালকের দরবারে সিজদা করে এবং দাঁড়িয়ে থেকেই রাত কাটিয়ে দেয়।’ সুরা ফুরকান, আয়াত ৬৩-৬৪।

তাহাজ্জুদ নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিসে এসেছে, ‘ফরজ নামাজের পর অন্যান্য সুন্নত ও নফল সব নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত সবচেয়ে বেশি।’ মিশকাত।

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমাদের প্রভু প্রতি রাতে দুনিয়ার আসমানে (যা আমাদের দৃষ্টিগোচর হয়) নেমে আসেন; যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে। এরপর তিনি বলতে থাকেন, তোমাদের কে আমাকে ডাকবে! আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব, কে আমার কাছে ক্ষমাপ্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব।’ মুসলিম, মিশকাত। বৈবাহিক জীবনেও এ নামাজের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে, যে ফজিলত আল্লাহ স্বামী ও স্ত্রীকে দান করবেন; যদি তারা তাহাজ্জুদ নামাজ আদায়ে একজন অন্যজনকে সহযোগিতা করে।

শেয়ার করুনঃ

245 thoughts on “গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ নামাজ তাহাজ্জুদ”

  1. During pregnancy, your body needs more iron because of the growing fetus, the higher volume of blood, and blood loss during delivery.
    are a necessity in life What are the long-term benefits that cephalexin 500mg capsules en espaГ±ol for ED patients. Visit and learn more.
    The anxiety disorders discussed in this series on anxiety are:Although obsessive-compulsive disorder OCD and posttraumatic stress disorder PTSD are considered anxiety disorders, they are covered elsewhere independently on Psych Central.

  2. As a result, brain tumors may cause symptoms such as:Brain tumors may cause feelings of tiredness or fatigue.
    Your privacy should be safeguarded when you buying levitra should not be stored?
    Many people use the term “stomach flu” to describe illnesses with nausea, vomiting, or diarrhea that are not caused by the flu virus, but can be caused by many different viruses, bacteria, or even parasites.

  3. There was no association between hepatic biomarkers and stage when adjusting by cholestatic syndrome.
    Don’t wait in long lines, get a sildenafil review and instead buy online.
    However, researchers from the Nagasaki Institute of Tropical Medicine in Japan reported in PLoS Medicine August 2011 issue that people living in rural areas have a higher risk of dengue virus infection than city dwellers.

  4. Recommended health checksProtecting your healthHealthy weightHealthy eatingBe activeHealthy mindHealthy placesTop tips for healthy livingHealthier Today Pledge Health topicsHealth topics A – ZHealth topics by body partHealth conditions, prevention and treatmentEmergency DepartmentsGoing to hospital?
    Online pharmacy serves you at vardenafil hydrochloride in the comparative chart on this site
    We fed Beneful dry food different varieties to our Lab for the last 4-5 years and never had one single problem!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১