সুবর্ণ প্রভাত অনলাইন ডেস্কঃ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও নিম্ন–মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২ জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা ছিল। সেটি পরিবর্তন করে এবার গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৬ জুন(বুধবার) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে । তবে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন থেকে, যা চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত। আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল এবার গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমতে পারে ।
ছুটি সংক্ষিপ্ত করার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। এ কারনে গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে।
গ্রীষ্মের ছুটি কমনোর সিন্ধান্ত, ২৬ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে
- সুবর্ণ প্রভাত
- জুন ২০, ২০২৪
- ৫:৩২ অপরাহ্ণ
