ঘরের সৌন্দর্যে ঝাড়বাতি

সুবর্ণ লাইফস্টাইল কর্ণার ডেস্ক : ঘর হচ্ছে প্রশান্তির জায়গা। সারাদিন কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীরে ঘরে ফিরলেও মনটা অনেক প্রশান্তিতে ভরে যায়। এজন্য প্রত্যেক মানুষ চায় তার ঘরটি হোক সুন্দর করে সাজানো গোছানো এবং ছিমছাম। গৃহের সাজসজ্জা সুন্দর হলে অনেক সময় মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় এবং অতিথির-ও ভালো লাগে। গৃহের সাজসজ্জার মধ্য দিয়ে প্রকাশ পায় গৃহের সদস্যদের ব্যক্তিত্ব। অনেকেই স্বপ্ন দেখে থাকেন ছবির মতো করে সাজিয়ে তুলবে তাদের স্বপ্নের ভুবন।

ঝাড়বাতির আলোকছটা আপনার চেনা ঘরকে পালটে দেবে। তাকে আরও মোহময়ী করে তুলবে। বসার ঘরে একটা ঝাড়বাতি থাকলে ঘরের রূপই বদলে যায়। ক্রিস্টাল বা স্ফটিকের মতো ঝাড়বাতির মধ্যে একটা রাজবাড়ির আভিজাত্য রয়েছে। এই ধরনের ঝাড়বাতি বড় হল ঘরে লাগালে সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। নানা আকার ও আয়তন অনুযায়ী পেয়ে যাবেন। ঘরের আকার ও নিজের পছন্দ অনুযায়ী কিনবেন।

আভিজাত্যের ছোঁয়ার পাশাপাশি যারা একটু এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন, তারা হরিণ শিংয়ের আকারের ঝাড়বাতি ঘরের সজ্জার জন্য ব্যবহার করে দেখতে পারেন। এতে বাড়ির মধ্যেই একটা বুনো আবহও পাওয়া যায়।

আর আছে মোমবাতির ঝাড়বাতি। এই ঝাড়বাতির ইতিহাস বেশ পুরনো। পুরোনো কালের কোনও সিনেমা বা ওয়েব সিরিজ দেখলেই এমন ঝাড়বাতি দেখতে পাবেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এতেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। কেউ আসল মোমবাতি ব্যবহার করেন, কেউ কেউ মোমবাতির মতো দেখতে লাইট লাগিয়ে দেন। সাধারণত ছোট বা নিচু ছাদে এই ধরনের ঝাড়বাতি খুব ভাল মানায়।

সব ধরনের ঘর ও ছাদের সঙ্গে মানিয়ে যায় কাচের ঝাড়বাতি। এটিও বেশ পুরনো ফ্যাশন। যেই ঘরেই রাখুন না কেন সেখানকার আলাদা একটা চরিত্র হয়ে ওঠে। গোটা ঘরে একটা নাটকীয়তা সৃষ্টি করে।

একই সঙ্গে বিলাসিতা আর উদাসীন মনের প্রবৃত্তি ফুটিয়ে তুলতে গেলে পেনডেন্টের মতো ঝুলন্ত ঝাড়বাতি ব্যবহার করুন। লিভিং রুমেই সবচেয়ে বেশি ভাল লাগে এগুলি।

শেয়ার করুনঃ

226 thoughts on “ঘরের সৌন্দর্যে ঝাড়বাতি”

  1. The classic symptoms are abdominal pain, fever, and vomiting.
    It is possible to how long after taking valtrex are you contagious from legitimate online pharmacies in order to get the best
    You should consult a doctor if any of the following problems also occur: Diarrhea, constipation, or feeling that the bowel does not empty completely Stools that are narrower than usual Frequent gas pains, bloating, fullness, or cramps Weight loss for no known reason Feeling very tired Vomiting Tests that examine the colon, rectum, rectal tissue, blood, and stool are used to detect and diagnose this kind of cancer.

  2. Keep a running list of questions and concerns to bring to your next office visit.
    High quality service and low prices for can you drink alcohol while taking keflex and various payment options when you buy online.
    Explore Research LabsFind Clinical TrialsResearch FacultyPostdoctoral FellowshipsDiscovery’s Edge MagazineSearch PublicationsTraining Grant PositionsResearch and Clinical TrialsSee how Mayo Clinic research and clinical trials advance the science of medicine and improve patient care.

  3. The most common treatment is a stent, which is a small tube that is inserted into a duct to keep it open.
    Look no further. Unbeatable low prices for what is neurontin used for at the lowest price
    This practice of constructing sum-scores and collapsing individuals with different symptoms into one undifferentiated category is based on the assumption that depression is a single condition, and that all symptoms are interchangeable and equally good indicators.

  4. We are also working to reduce the prevalence of suicide in our communities by raising awareness and promoting broader public discussion across Australia.
    Proven treatment is attainable when you cephalexin treats at the lowest prices
    Longstanding vitamin B12 deficiency anemia can cause nerve problems like confusion, dementia, hallucinations, loss of touch sense, numbness, tingling sensation in the hands or feet, etc.

  5. The fungus can also rarely infect sinuses and ear canals.
    Online pharmacies make it easy to buy sildenafil used for from the Internet.
    A lump, hard knot or thickening in the breast A lump under your arm A change in the size or shape of a breast Nipple pain, tenderness or discharge, including bleeding Itchiness, scales, soreness or rash on nipple A nipple turning inward or inverted A change in skin color and texture dimpling, puckering or redness A breast that feels warm or swollen Preventable Cancers Liver Cancer Viruses and Cancer Breast Cancer Cervical Cancer Colorectal Cancer Lung Cancer Oral Cancer Prostate Cancer Skin Cancer Testicular Cancer Health and Wellness with Dr.

  6. Be Mindful This website-based mindfulness programme is made up of 10 30-minute modules for you to do at your own pace.
    When you are dealing with a personal medical problem try buying the people pharmacy ambien sold at maximum discounts by these pharmacies
    According to the National Kidney Foundation, a urinalysis is a test that checks for protein and blood red blood cells and white blood cells in the urine.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১