নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরজব্বার থানার ওসির মোবাইল নম্বর ক্লোন করে মো. মনির আহমেদ নামের এক ইউপি চেয়ারম্যানের কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে বিকাশ প্রতারকচক্র। মনির আহমদ ওই উপজেলার চরওয়াপদা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। আগামী ২০ সেপ্টেম্বর এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার বিকালে চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জানান, গতকাল বৃহস্পতিবার আমার পরিচয় দিয়ে আমার ব্যবহৃত মোবাইলফোন নম্বর থেকে চেয়ারম্যান মনির আহমদকে কল করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ সুবিধা দেওয়ার কথা বলে টাকা চায় এক প্রতারকচক্র। এ সময় এক প্রতারক তার সাথে থাকা এক জনকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোয়াখালী পরিচয় করিয়ে দেয়। ওই ম্যাজিস্ট্রেট অন্য অফিসারদের ম্যানেজ করার জন্য চেয়ারম্যানকে ৮টি বিকাশ নম্বরে চার লাখ টাকা দিতে বলে। পরে চেয়ারম্যান মনির আহমদ তাদের কথা মতো ৮টি বিকাশ নম্বরে চার লাখ টাকা পাঠিয়ে দেন।
ওসি আরও জানান,টাকা পাঠিয়ে দেয়ার পর প্রতারক চেয়ারম্যানকে থানায় এসে আমার সাথে কথা বলে পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে বলেন। রাত সড়ে ১০টার দিকে তিনি থানায় এসে আমার সাথে কথা বলে প্রতারনার বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনা জানার পর বিকাশের হটলাইনে যোগাযোগ করে ২লাখ ১৫ হাজার টাকা পেমেন্ট স্থগিত করার হয়েছে। প্রতারকদের মোবাইল নম্বর গুলোর সিলেট শহর এলাকার বলে শনাক্ত করা হয়েছে। এ প্রতারকচক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছেন বলে জানান তিনি। এ ব্যাপারে ঘটনার রাতে চেয়ারম্যান মনির আহমদ থারায় অভিযোগ দায়ের করেন।