চাঁদা না দেওয়ায় সাংবাদিকের হাত ভেঙে দেওযার ঘটনায় থানায় অভিয়োগ দায়ের

নিজস্ব প্রতিনিধিঃদাবিকৃত চাঁদা না দেওয়ায় দৈনিক লাখোকন্ঠের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ তসলিম হোসেনের (৪০)হাত ভেঙে দেওয়ার ঘটনায় আজ শনিবার বিকালে সুধারাম মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী সাংবাদিক তসলিম হোসেন। হামলার ঘটনায় জড়িত আনিস ওরফে লড্রি আনিস ও ফেলু নামের দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিরা স্থানীয় বসুন্ধরা কলোনীর বাসিন্দা।
এর আগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহর মাইজদীর বার্লিনটন মসজিদ মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহত তসলিমকে প্রথমে তাকে ২৫০ শষ্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গতকাল তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

থানায় অভিযোগ সূত্রে জানাযায়, ১০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে গত বছরের ৮ আগষ্ট সকালে তসলিমের ওপর হামলা করে আসামিরা। সেদিন স্থানীয়রা তাকে রক্ষা করেন। এর জেরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তসলিম শহরের হরিনারায়ণপুর এলাকার বাসা থেকে রিকসাযোগে স্থানীয় পৌর বাজারে যাওয়ার পথে বার্লিংটন মোড়ে পুনরায় সন্ত্রাসী আনিস তার সহযোগীরা তার ওপর হামলা চালয়। মারধরে তার বাম হাতের হাড় ভেঙ্গে যায় এবং বাম চোখে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১