নিজস্ব প্রতিবেদন : নোয়াখালীর চাটখিল উপজেলার ছয়ানী টবগা গ্রামের অঞ্জলি রানী ঘোষ হত্যা মামলার ৩ বছর পর এজাহারভুক্ত পলাতক ২ আসামিকে গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে কুমিল্লা জেলার লালামাই থানার বাগমারা থেকে গ্রেফতার করে জেলা সিআইডি।
গ্রেফতারকৃত আসামিরা হলো- উপজেলার ছয়ানী টবগা গ্রামের যতিন্দ্র ঘোষের বাড়ির মৃত গিরেন্দ্র চন্দ্র ঘোষের ছেলে হারাধন চন্দ্র ঘোষ (৩৫) ও একই বাড়ির হারাধন চন্দ্র ঘোষের ছেলে সাগর চন্দ্র ঘোষ (২৪)।
অঞ্জলি রানী ঘোষ হত্যার ঘটনায় নারায়ণ চন্দ্র ষোঘ (৫০) বাদী হয়ে চাটখিল একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ এপ্রিল রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অঞ্জলী রাণী ঘোষকে উল্লেখিত আসামিরা হত্যা করে পালিয়ে যায়। এ হত্যাকান্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। পরে খুনিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন অজ্ঞাত স্থানে পালিয়ে ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘদিন চেষ্টা চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন।
জেলা সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. বশির আহমেদের দিক নির্দেশনায় এবং কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন, পুলিশ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন মজুমদার, এসআই মো. আব্দুল কাফি, এসআই মো. আব্দুল আলীম ও কনেস্টবল মো. আব্দুল খালেকের সহায়তায় কুমিল্লা জেলার লালমাই থানার বাগমারার সৈয়দপুর গ্রামের রফিক মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আসামিদেরকে গ্রফতার করা হয়।
উল্লেখ্য, বাদীর নারাজির প্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য নোয়াখালী সিআইডিকে নির্দেশ দেন। তদন্তকালে বাদীর দেয়া তথ্যপ্রমাণ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিম সিআইডি আসামিদের শনাক্ত ও তাদের অবস্থান খুঁজে পেতে সক্ষম হয়। পরবর্তীতে সিএইডির বিশেষ পুলিশ সুপারের তত্ত্বাবধানে দীর্ঘ প্রচেষ্টায় গতকাল শনিবার (৭ আগস্ট) মামলার এজাহারভুক্ত অঞ্জলি হত্যাকান্ডে জড়িত পলাতক আসামিদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
গ্রেফতারের পর হারাধন চন্দ্র ঘোষ ও সাগর চন্দ্র ঘোষ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শেষে শিগগিরই হত্যাকান্ডে জড়িত আসামিদের বিরুদ্ধে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন।
চাটখিলে অঞ্জলি রানী হত্যা মামলার ৩ বছর পর পলাতক ২ আসামীকে গ্রেফতার করলো জেলা সিআইডি
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৮, ২০২১
- ৬:৩৫ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
সোনাইমুড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন
•
ডিসেম্বর ১৪, ২০২৪
শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা
•
ডিসেম্বর ১৪, ২০২৪
সেনবাগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
•
ডিসেম্বর ১৪, ২০২৪
নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
•
ডিসেম্বর ১৪, ২০২৪