চাটখলি প্রতনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলায় গতকাল বুধবার বিকেলে ঢাকাগামী আল-বারাকা ও হিমালয় পরিবহন বাস কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল রায় অভিযোগের সত্যতা পেয়ে আল-বারাকা পরিবহনকে ১০ হাজার ও হিমালয় পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, এ ২টি বাস কাউন্টারে ৩৫০ টাকার ভাড়া ৫৫০ টাকা করে যাত্রীদের কাছ থেকে আদায় করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজ্জল রায়ের নির্দেশে যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে তাদেরকে টাকা ফেরত দেয়া হয়।
চাটখিলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই বাস কাউন্টারকে জরিমানা
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ১২, ২০২১
- ২:৫৩ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত