চাটখিলে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ

চাটখিল প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলার পরকোট ইউনিয়নের বাইসিন্দুর গ্রামের হোসেন উদ্দিন মিজি বাড়ির আশ্রাফুল ইসলাম বাদী হয়ে একই বাড়ির মাহবুবুর রহমান নান্নু মিয়াসহ সাতজনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাতে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, আশ্রাফুলের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় সম্পত্তির উপরে একই বাড়ির মাহবুবুর রহমান নান্নু মিয়াসহ তার সঙ্গীরা জবরদখল করে ভবন নির্মাণের কাজ করতে গেলে আশ্রাফুলরা বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নান্নু মিয়া বিচার মানে না জানালে সালিশদাররা আশ্রাফুলকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে গত ৩০ মে আশ্রাফুল আদালতে মামলা দায়ের করলে আদালত আশ্রাফুলের দলিলপত্র, খতিয়ান ও অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করে গত ৩০ জুন উভয়পক্ষকে ঐ সম্পত্তির উপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের এই নির্দেশ উপেক্ষা করে ওই জায়গায় আবারো ভবন নির্মাণের কাজ শুরু করলে বাদীর স্ত্রী পুলিশকে জানালে পুলিশ নান্নু মিয়াকে কাজ বন্ধ করতে বললে দিনের বেলায় কাজ বন্ধ করে। আবার রাতের অন্ধকারে নান্নু মিয়া সঙ্গীয় লোকজন নিয়ে আদালতের নির্দেশ উপেক্ষা করে ভবনের নির্মাণ কাজ চালিয়ে যায় এবং এ ব্যাপারে বাড়াবাড়ি করলে বাদী আশ্রাফুলসহ তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেন বাদী।

এ বিষয়ে বাইসিন্দুর বাজার কমিটির সভাপতি মোমিনুল ইসলাম, ঐ গ্রামের খোরশেদ আলমসহ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলে সবাই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১