চাটখলি প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীর (১৫) সঙ্গে একই গ্রামের মহসিন মিয়ার ছেলে আহাদুল ইসলাম রিয়াদের (২০) বিয়ের আয়োজন করা হয়েছিল গত বুধবার। বিষয়টি জানতে পেরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক বিয়ে বাড়িতে গিয়ে তা বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা জানান, তিনি বাল্যবিয়ের সংবাদ পেয়ে তিনি বিয়ে বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে বাল্যবিয়ে নিরোধ আইনের ৮ ধারায় কনের পিতার ৩ হাজার টাকা জরিমানা করেন এবং ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েকে বিয়ে দিবে না মর্মে কনের পিতা ও মাতা থেকে অঙ্গীকারনামা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়।