বিশেষ প্রতিনিধিঃনোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ফারুক আহমেদকে(৩৮) তার নিজ বাড়ীতে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছেন।
আজ রবিবার ভোরে এ ঘটনার এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ফারুকের আত্মীয়-স্বজন এবং এলাকার লোকজন ঘটনার স্থলে ছুটে আসেন এবং সন্ত্রাসী আহাদ হোসেন ওরফে হাম্বা (২৪) কে আটক করে গণ ধোলাই দেয়। এতে হাম্বা ঘটনার স্থলে নিহত হন। সন্ত্রাসী আহাদ হোসেন হাম্বা চাটখিলের পশ্চিম নোয়াখলা গ্রামের ভিক্কুর বাড়ীর বাবুলের ছেলে। সে চাটখিলের শীর্ষ সন্ত্রাসী শরিফের সহযোগী।
জানা গেছে, ইউপি মেম্বার ফারুক হোসেন পশ্চিম নোয়াখলা পাঠান বাড়ীর জিহাদুল ইসলাম খানের বাড়ীতে বসবাস করে। পুর্ব শক্রতার জের ধরে সন্ত্রাসী আহাদ হোসেনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ভোরে পরিকল্পিত ভাবে ইউপি মেম্বার ফারুকের উপর হামলা চালালে তিনি গুরুত্বর আহত হন। এলাকার লোকজন ঘটনার স্থলে এসে ফারুকের অবস্থা দেখে উত্তেজিত হয়ে উঠে এবং সন্ত্রাসী হাম্বাকে ধরে এনে গন পিটুনী দেয়। এতে সে ঘটনার স্থলে মারা যায়।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যান হারুন মোহাম্মদ মানিক ঘটনার স্থলে এতে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনার স্থলে এসে পরিস্থিত নিয়ন্ত্রন করে এবং হাম্বার লাশ থানায় নিয়ে যায়। গুরুতর আহত ফারুককে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত (ওসি)কর্মকর্তা ইমদাদুল হক জানান, এ ব্যাপারে থানা একটি মামলা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
চাটখিলে ইউপি মেম্বারকে কুপিয়ে আহত করায় গণপিটুনিতে সন্ত্রাসী নিহত
- সুবর্ণ প্রভাত
- মে ২৬, ২০২৪
- ১:১০ অপরাহ্ণ

4 thoughts on “চাটখিলে ইউপি মেম্বারকে কুপিয়ে আহত করায় গণপিটুনিতে সন্ত্রাসী নিহত”
child porn
child porn
Anexcellentexplorationof[topic].
качественный ремонт айфонов в москве