চাটখিলে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা

মো. হাবিবুর রহমান, চাটখলি : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামে গৃহবধূ জান্নাতুল ফাতেমাকে (৩০) বেধম মারধর করেছে পার্শ্ববর্তী চিহ্নিত সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে। পরে স্থানীয়রা হামলার শিকার গৃহবধূকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে চাটখিল থানায় ভুক্তভোগী ঐ গৃহবধূ অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ১০টার দিকে গৃহবধূ তার পার্শ্ববর্তী আত্মীয় রোজিনা বেগমের কড়িহাটি গ্রামের বাড়িতে যান। সেখানে গেলে নোয়াখলা সরদার বাড়ির মো. হাছানের (৪০) নেতৃত্বে ৮-৯ জন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে ওই গৃহবধূর উপর হামলা চালিয়ে বেধম মারধর করে গুরতর আহত করে তাকে। এ সময় সন্ত্রাসীরা গৃহবধূর সঙ্গে থাকা ৫ হাজার টাকাসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
স্থানীয়রা জানান, ওই গৃহবধূ তার আত্মীয় রোজিনা বেগমকে সাংসারিক কুপরামর্শ দেয়ার অভিযোগ এনে সন্ত্রাসীরা তার উপর হামলা করে।
অভিযোগে আরো জানা যায়, হামলার শিকার গৃহবধূর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা গৃহবধূকে হুমকি দিয়ে বলে, ঘটনার বিষয়ে থানা-পুলিশের কাছে গেলে তাকে হত্যা করা হবে। ভুক্তভোগী ঐ গৃহবধূ গত বৃহস্পতিবার রাতে চাটখিল থানায় ৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন এবং সহকারী পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে সুষ্ঠু তদন্তের দাবি করেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (চাটখিল-সোনাইমুড়ী সার্কেল) সাইফুল ইসলাম খাঁনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনাটি অবগত হয়ে চাটখিল থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানান।
চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০