মো. হাবিবুর রহমান, চাটখিল : নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল শুক্রবার ব্যতিত প্রতিদিন সকাল ৯টা থেকে ১০ পর্যন্ত করোনাভাইরাসস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। দিনে মাত্র এক ঘন্টা এ নমুনা সংগ্রহের সুযোগ দেয়ায় স্থানীয় জনসাধারণকে অনেকটা প্রতিযোগিতা করে করোনা পরীক্ষার নমুনা দিতে হয়। ফলে স্বাস্থ্যবিধি কোনভাবেই মানা হচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে চাটখিল মহিলা ডিগ্রি কলেজের একটি কক্ষে করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষার নমুনা দিতে আসা গুরুত্বর অসুস্থ রোগীদেরকে প্রায় ২০ মিটার কাঁদা-পানির মধ্য দিয়ে হেঁটে নির্দিষ্ট কক্ষে যেতে হয়। এছাড়া হুইল চেয়ারে করে আসা এবং অক্সিজেন লাগানো জরুরি রোগীদের নমুনা সংগ্রহ কক্ষে নেয়া সম্ভব হচ্ছে না।
আজ শনিবার সকালে ভোগান্তির শিকার তোফুরা খাতুন নামের শাহাপুর ইউনিয়নের এক অক্সিজেন ব্যবহৃত রোগীর স্বজন জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে কর্তৃপক্ষ ‘আজ আর করোনা পরীক্ষা করা যাবে না’ বলে সাড়ে ১০টার পর আসা রোগীদের ফিরিয়ে দেয় এবং শনিবার সকাল ১০টার আগে আসতে বলেন। আজ শনিবার সকালে নির্দিষ্ট বুথে রোগী নিয়ে এলে দেখা যায় কাঁদা-পানিতে একাকার কেন্দ্রের প্রবেশপথ। অনেক কষ্টে তিনি তার রোগীকে জীবনের ঝুঁকি নিয়ে অক্সিজেন খুলে রেখে কোলে করে নমুনা দিতে কেন্দ্রে প্রবেশ করেন।
একইভাবে নমুনা দিতে আসা অনেক রোগী নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে বলে, করোনার নমুনা দিতে নির্দিষ্ট কেন্দ্রে আসলে আগে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ৫ টাকা মূল্যের টিকেট কাটতে হয়। তারপর আবার রোগী নিয়ে নমুনা সংগ্রহ রুমে ১শ’ টাকা ফি দিয়ে পিসিআর ফরম পূরণ করতে হয়। এরপর আবার রোগী নিয়ে লাইনে দাঁড়িয়ে নমুনা দিতে হয়। জরুরি রোগীদের জন্য প্রয়োজনীয় কোনো ব্যবস্থাই রাখা হয়নি এ কেন্দ্রে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তির কোনো শেষ নেই। নেই এক্স-রে বা বিভিন্ন প্রয়োজনীয় ল্যাব টেষ্ট। এ সময় তারা আরো বলেন, মহিলা কলেজের ভিতরে কাঁদা-পানিতে করোনা পরীক্ষার কেন্দ্র না করে পাশেই জেলা পরিষদের অডিটোরিয়ামে ব্যবস্থা করা হলে জনসাধারণের ভোগান্তি রোধ করা সম্ভব হতো।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোশতাক আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে জায়গা না থাকায় মহিলা কলেজে করোনা পরীক্ষা নমুনা সংগ্রহের ভ্রাম্যমান বুথ দেয়া হয়। এরচেয়ে ভালো সুযোগ-সুবিধা সম্পন্ন জায়গার ব্যবস্থা করা যায়নি।
চাটখিলে করোনার নমুনা সংগ্রহ কেন্দ্রে সীমাহীন ভোগান্তি, স্বাস্থ্যবিধি উপেক্ষিত
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৭, ২০২১
- ৩:২৩ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত