বিশেষ প্রতিনিধিঃনোয়াখালী জেলার চাটখিলে কৃষি জমি ধ্বংস করে ভেকু দিয়ে মাটি কাঁটার অভিযোগ এক মাটির ব্যবসায়ী আব্দুল মন্নানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে উপজেলার নোয়াখোলা ইউনিয়নের সাধুরখিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। মাটির ব্যবসায়ী আব্দুল মন্নান সুধুরখিল এলাকার আবুল খায়েরের ছেলে।
ভ্রম্যমাণ আদালতের বিচারক আকিব ওসমান জানান, গোপন সংবাদের ভিত্ত্বিতে অভিযোগ চালিয়ে কৃষি জমির মাটি কেটে মাটি পাছার অপারাধে আব্দুল মান্নানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যহৃত থাকবে। চাটখিল পৌরসভার বিভিন্ন ইউনিয়নে বেশ কিছুদিন থেকে এক শ্রেণির অবৈধ মাটির ব্যবসায়ী কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইট-ভাটাসহ বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে দিচ্ছে। যার কারণে কৃষি জমিগুলো উর্বরতা হারিয়ে ফসল উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। তাছাড়া মাটি পরিবহনের কারণে এলাকার রাস্তা-ঘাট নষ্ট হয়ে চলাচলের অনুপযোগি হয়ে যাচ্ছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ইউনিয়ণ ভূমি সহকারী কর্মকর্তা, পুলিশ সদস্যরা, ইউপি মেম্বারসহ এলাকা বাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত কয়েক দিনে উপজেলার মোহাম্মদপুর ও রামনারায়নপুরে অভিযোন চালিয়ে আরো ২ মাটির ব্যবসায়ী থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাটখিলে কৃষি জমির মাটি কাটার দায়ে ১ লাখ ২০হাজার টাকা জরিমানা
- সুবর্ণ প্রভাত
- এপ্রিল ২৭, ২০২৪
- ১০:৪০ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত