মো. হাবিবুর রহমান, চাটখলি : নোয়াখালীর চাটখিল উপজেলার মানিকপুর গ্রামের মাইজের বাড়িতে গভীর রাতে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। বর্বরোচিত এ হামলায় গুরুতর আহত হয়েছেন বদিউজ্জামানের ছেলে হুমায়ন কবির (৪৮) ও হুমায়নের স্ত্রী শেফালী বেগম (৩৫)। আহত দু’জনকে স্থানীরা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে শেফালীর অবস্থা আশংকাজনক।
আহত হুমায়ন কবির জানান, গত শনিবার ভোর ৪টার দিকে কেউ একজন দরজার বাইরে থেকে দরজা খোলার জন্য বলে। এ সময় তারা দরজা খুলতে দেরী করায় মুখোশধারী সন্ত্রাসীরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। সন্ত্রাসীদের মধ্যে ৪ জন তাদের শয়নকক্ষে প্রবেশ করে খাটের ওপর উঠে তাকে ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে হামলাকারীরা পালিয়ে যায়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরো জানান, গত ৭-৮ মাস আগে তার প্রবাসী ভাগ্নে আকরাম হোসেনের সাথে লক্ষ¥ীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাস্তিুপুর গ্রামের আবুল কালামের মেয়ের সাথে প্রেমের সম্পর্কে মোবাইলে বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই মেয়েকে বাড়িতে নেননি তার বোনের পরিবার। বিষয়টি সমাধানের জন্য গত দেড় মাস ধরে ওই মেয়েকে নিজের বাড়িতে রাখেন তিনি। গত রোববার ওই মেয়ের বড় বোন তাদের মোবাইলে হুমকি দেয় এক সপ্তাহের মধ্যে তার বোনকে আকরামের বাড়িতে না নিলে সমস্যা হবে। এ হামলার ঘটনার সাথে তাদের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন হুমায়ন।
চাটখিল থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ ঘটনা জানার পর এর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।
চাটখিলে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৮, ২০২১
- ১:৩৬ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত