মো. হাবিবুর রহমান, চাটখিল : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নাহারখিল ফয়জুননেচ্ছা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী মাইশা আক্তার প্রীতি (১৪) নিখোঁজ হওয়ার তিনদিন পরও উদ্ধার হয়নি। মাইশা আক্তার প্রীতি ৯নং খিলপাড়া ইউনিয়নের অমরপুর গ্রামের আলী আহম্মদের মেয়ে। এ ব্যাপারে মাইশার মা হাছিনা আক্তার গতকাল শুক্রবার রাতে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয় মাইশা। পরবর্তীতে যথাসময়ে সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরিবারের লোকজন জানান, মাইশাকে অপহরণ করা হয়েছে।
চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাইশা আক্তার প্রীতির মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে উদ্ধারের চেষ্টা চলছে।