চাটখিলে ধ্বসে পড়া ব্রীজটি স্বেচ্ছাশ্রমে মেরামত করে চলাচলের ব্যবস্থা করা হয়েছে

বিশেষ প্রতিনিধিঃনোয়াখালী জেলার চাটখিলে ধ্বসে পড়া বড় ব্রীজটি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত করে চলাচলের আপাতত ব্যবস্থা করেছে এলাকাবাসী। এতে করে বর্তমানে এ ব্রীজ দিয়ে জনসাধারণ ও অন্যান্য হালকা যানবাহন চলাচল করছে।
খিলপাড়া বাজার থেকে ২০০ গজ পূর্ব দিকে খিলপাড়া- নয়নপুর সড়কে খালের উপরে এ ব্রীজ এবারের ভয়াবহ বন্যায় এটি ধ্বসে পড়ে। সড়কের সাথে ব্রীজের পশ্চিম অংশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে জনসাধারনসহ সব ধরনের যানচলাচল বন্ধ থাকে। খিলপাড়া বাজারের ব্যবসায়ী ও নোয়াখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মানিকের ভাই নূরনবী উদ্যোগ নিয়ে খিলপাড়া পূর্ব বাজারের টেম্পু স্ট্যান্ডের ড্রাইভার ও হেলপার এবং এলাকার লোকজনকে নিয়ে এটি মেরামতর ব্যবস্থা করেন। এটি কাঠ এবং বাঁশ দিয়ে ধ্বসে পড়া অংশ মেরামত করেন। মেরামতের খরচের অধিকাংশ খরচ নূরনবী ব্যক্তিগত ভাবে বহন করেন। তাছাড়া সিএনজি চালতি অটোরিক্সার চালকসহ এলাকার লোকজন এটি নির্মাণে আর্থিক সহযোগিতা করেছেন। বর্তমানে কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি ব্রীজের পশ্চিম অংশ মেরাত করে রাস্তার সাথে ব্রীজের সংযোগ করে দেওয়ায় এটি দিয়ে রিক্সা, সাইকেল ও হালকা যানবাহনও চলাচ করে। নূর নবী জানান, তিনি সামাজির দায়বন্ধতা থেকে এ কাজটি করেছেন।
খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন এবং নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মানিক জানান, তারা ধ্বসে পড়া এ ব্রীজ সম্পর্কে উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তরে জানিয়েছেন। এলজিইডির চাটখিল উপজেলা প্রকৌশলী রাহাত আলী পাটোয়ারী জানান, তারা সরোজমিনের ধ্বসে পাড়া ব্রীজটি পরিদর্শন করেছেন। ব্রীজটি চলাচলের উপযোগী করার জন্য অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১