মো. হাবিবুর রহমান, চাটখলি : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া ইউনিয়নের মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইগ্রেশন আয়োজিত কর্মশালায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খায়রুল বাসার খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেন।
এ সময় বক্তব্য রাখেন ব্র্যাকের মাইগ্রেশন সিনিয়র কর্মকর্তা আজিজ আহম্মেদ, স্থানীয় সমাজসেবক সফিউল্লাহ সফু, বিদেশফেরত মো. দুলাল শেখ ফরিদ ও সাংবাদিক জসিম মাহমুদ।
সভা পরিচালনা করেন ফারজানা ফয়েজী। ২০০৬ সাল থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম চালু হয়। ব্র্যাক এ প্রোগ্রামের মাধ্যমে বিদেশ যাওয়ার পূর্বে, বিদেশ থাকা অবস্থায় করণীয় এবং বিদেশ থেকে ফিরে আসার পর অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে।