চাটখিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিবস উদযাপন

চাটখিল প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে স্থাপিত বঙ্গবন্ধু মুর‌্যালের সামনে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।

কেক কাটা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সহ-সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, পৌরমেয়র মো. নিজাম উদ্দিন (ভিপি নিজাম), নোয়াখালী জেলা পরিষদের সদস্য ইমরুল চৌধুরী রাসেলসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে একই দিন দুপুরে চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ডের জৈনপুরী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম এ খাবার বিতরণের আয়োজন করেন। খাবার বিতরণের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পরে বিকেলে চাটখিল পৌর শহরে আলহাজ্ব জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাহের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান) ও সাবেক কাউন্সিলর আহসান হাবীব সমীরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিবস উদযাপন করে চাটখিল মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। মঙ্গলবার দুপুরে চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা, চাটখিল প্রেস ক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, পৌরমেয়র মো. নিজাম উদ্দিন (ভিপি নিজাম), মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি নুর হাছান বাবু পাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিজান, সাংগঠনিক সম্পাদক মো. জহিরসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০