চাটখিলে ফসলি জমি থেকে মাটি বিক্রির মহোৎসব, ক্ষতিগ্রস্ত হচ্ছে চলাচলের রাস্তা

চাটখিল প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া গ্রামে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক্টর ও ট্রাকে করে ইটভাটা ও জমি ভরাট কাজে বিক্রি করা হচ্ছে। এতে কৃষি জমির উর্বর শক্তি নষ্ট হওয়ার পাশাপাশি রাস্তা ক্ষতিগ্রস্ত হওযায় দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। এ বিষয়ে প্রতিকার চেয়ে ৩নং পরকোট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৯ জন বাসিন্দা গত মঙ্গলবার বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় ভূমি দস্যুরা ভেকু মেশিনের পরিমাণ বাড়িয়ে মাটি কাটার মহোৎসব শুরু করেছে। গতকাল বুধবার রাতে অভিযোগকারীরা চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসারের নিকট দায়ের করা অভিযোগে জানা যায়, চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাজাহান হাজী তার বাড়ির পাশে ৬নং ওয়ার্ডের বেশ কিছু সরকারি খাস জমি দখল করে রেখেছিল। ৫ আগস্টের পর শাজাহান দেশ ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে তিনি দেশের বাইরে থেকে ভূমিদস্যু আব্দুর রহমান গং কে দিয়ে সেই জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক্টর দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এতে ওই এলাকার রাস্তাঘাট ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি স্কুল কলেজে চলাচলকারী ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় এলাকাবাসী অবিলম্বে ফসলি জমির মাটিকাটা বন্ধ করে এবং ঐ জমির কাগজপত্র যাচাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের এর ২ দিন অতিবাহিত হলেও অবৈধ মাটি কাটা বন্ধ করার বিষয়ে জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আকিব ওসমানের মুঠোফোনে বার বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাটি কাটা অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১