চাটখিল প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গনে আজ বুধবার সকালে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বইমেলার উদ্বোধন করা হয়েছে। বইমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকিব ওসমান।
উদ্বোধনী অনুষ্ঠানে, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুনায়েদ আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেন, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীসহ সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক নেতা ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলার আয়োজকরা জানিয়েছেন, এই বইমেলা তিন দিন পর্যন্ত চলবে এবং বইমেলায় মোট ৭টি বইয়ের স্টল ও ৩টি পিঠা উৎসবের স্টল রয়েছে। বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি এবং তরুণদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
