চাটখিল প্রতিনিধিঃ
নববর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়া সরকার ঘোষিত কর্মসূচি সারাদেশের ন্যায় চাটখিলেও বই উৎসব উদযাপিত হয়েছে। আজ সোমবার দুপুরে নেয়াখালীর চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা ইন্সট্রাক্টর আবু তাহের, সাংবাদিক হাবিবুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবের উদ্বোধন করেন। পরে তিনি ভীমপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে যোগ দেন। এসময় বিদ্যালয়ের সভাপতি মো. বেলায়েত হোসেন, কলেজ শাখার সহকারী অধ্যাপক আবু তৈয়ব ও প্রভাষক জসিম মাহমুদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সকালে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির উপজেলার মলংমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বদলকোট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
চাটখিলে বই উৎসব উদযাপিত
- সুবর্ণ প্রভাত
- জানুয়ারি ১, ২০২৪
- ১০:০৩ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
হামাস-ইসরাইল যেভাবে চুক্তিতে পৌঁছেছে
•
জানুয়ারি ২০, ২০২৫
নবযুগ সূচনার প্রতিশ্রুতি ট্রাম্পের
•
জানুয়ারি ২০, ২০২৫