চাটখিলে বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কন্ঠ’

মোঃ হাবিবুর রহমান, চাটখিল : তরুণ-তরুণীদের মাঝে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কন্ঠ’ বহিঃধারণকৃত অনুষ্ঠান ধারণ করা হলো নোয়াখালী জেলার চাটখিলে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বদলকোট দারুল ইসলাম বালিকা বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ বেতারের উপ-পরিচালক মো. আমিরুল ইসলামের তত্ত্ববাবধানে সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় তারুণ্য কন্ঠ উপস্থাপন করেন সজিব দত্ত। বাল্যবিয়ের কুফল তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়া, সাংবাদিক জসিম মাহমুদ, দারুল ইসলাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষমা শারমিন ও স্কুল ছাত্রী ফারজানা আফরিন।

বক্তরা বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরে সামাজিকভাবে বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং বাল্যবিয়ের কুফল সমাজে প্রচারের মাধ্যমে সচেতনতা সৃষ্টির অঙ্গীকার করেন। অনুষ্ঠানে ঐ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ফারজানা আফরিন তার নিজের বাল্যবিয়ে বন্ধ করার ঘটনা তুলে ধরেন। বাংলাদেশ বেতারের তারুণ্য কন্ঠটি প্রচারের উদ্দেশ্যে উক্ত অনুষ্ঠানটি ধারণ করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১