মোঃ হাবিবুর রহমান, চাটখিল : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গতকাল শুক্রবার দুপুরে তিনি বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানীর পরকোট গ্রামে পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান রানা, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ভুট্টু, পৌর বিএনপি নেতা শাহাজান খাঁন সাজু, পরকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনুস, সহ-সভাপতি সেলিম তপাদার, সাধারণ সম্পাদক পাপ্পু ও জিএস লিটন প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে গোলাম জিলানী চৌধুরী ঢাকায় ইন্তেকাল করেন।