চাটখিলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট পোদ্দার বাজার টিম চ্যাম্পিয়ন

চাটখিল প্রতিনিধিঃ
যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এক অনন্য দৃষ্টান্ত ও মহৎ উদ্যোগ নিয়েছে চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর এলাকার ১০ কিশোর। তাদের উদ্যোগে ও সূর্যোদয় সংঘের আয়োজনে গতকাল শনিবার রাতে পুরুষোত্তমপুর পুরাতনপাটোয়ারী বাড়ি সংলগ্ন স্কুল মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মন্ত্রিপাড়া হাইস্পীড রাইডার্স বনাম পোদ্দার বাজার টিম অংশগ্রহন করে পোদ্দার বাজার টিম চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী টিমসহ অংশগ্রহনকারী সকল টিমের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এউপলক্ষ্যে সাবেক ইউপি সদস্য মমিন হোসেনের সভাপতিত্বে ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মন্টুর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম হায়দার কাজল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামরুল আহসান, সূর্যোদয় সংঘের সভাপতি সিদ্দিক আহমেদ কিরন, সাধারন সম্পাদক আবদুল শহিদ ভুলু, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নুর কবির, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ রানা, শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন সুমন প্রমুখ।
সভা শেষে চ্যাম্পিয়ন টিমকে ৫হাজার টাকা ও রানার্সআপ টিমকে ৩হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহনকারী সকল খেলোয়াড়কে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১