চাটখিল প্রতিনিধিঃবাংলাদেশ সুপ্রিন কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালীর চাটখিল উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন। ্সময় তিনি নেতা কর্মীদের বন্যার্তদের পাশে থাকার আহবান জানান।
ব্যারিস্টার খোকন সকালে চাটখিল উপজেলার পূর্ব পরকোট, দক্ষিণ বদলকোট, বৈকন্ঠপুর, নয়নপুর ও শিবপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর আগে তিনি দশঘরিয়া বাজারে আগুনে পুড়ে যাওয়া পাটিঘর পরিদর্শন করেন। এসময় তিনি দক্ষিণ বদলকোটে স্থানীয় নেতাদের নিয়ে আলোচনা সভা করেন। দুপুরে তিনি বৈকন্ঠপুরে হক ফাউন্ডেশনের আয়োজনে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
চাটখিলে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তার সাথে নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির আহবায়কঅ্যাডভোকেট আবু হানিফ, সদস্য সচিব শাহাজান রানা, পৌর বিএনপির আহবায়ক শামছুল আরিফিন শামিম, সদস্য সচিব, আহসানুল হক মাসুদ, উপজেলা যুব দলের আহবায়ক, জহির উদ্দিন বাবর সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাটখিলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ত্রাণ সামগ্রী বিতরণ
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ২০, ২০২৪
- ৫:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে : এ্যানি
•
ফেব্রুয়ারি ৫, ২০২৫
চাটখিলে বইমেলার উদ্বোধন
•
ফেব্রুয়ারি ৫, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
