চাটখিল প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল পৌর শহরের খিলপাড়া রোডের খোরশেদের বাড়ির ভাড়াটিয়া অটোরিকশা চালক আবদুর রাকিবের শিশুকন্যা বিবি মরিয়মকে (২) এক মহিলা চুরি করে নিয়ে পালিয়ে যায়। গত এক সাপ্তাহ আগে ভাড়াটিয়া সেজে পাশের বাসা ভাড়া নেয় ওই মহিলা। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে শিশুটির পিতা বাদী হয়ে চাটখিল থানায় ওইদিন রাতেই একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পাশের বাসার ভাড়াটিয়া ওই মহিলার কাছে মরিয়মকে রেখে তার মা রোমানা অন্যের বাসায় কাজ করতে যান। কাজ শেষে ফিরে এসে তিনি পাশের বাসার ওই মহিলা ও তার মেয়ে মরিয়মকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারেন মরিয়মকে চুরি করে নিয়ে ছদ্মবেশী ওই ভাড়াটিয়া পালিয়ে গেছে। পরে বাড়ির মালিক খোরশেদের কাছে ওই মহিলার পরিচয় ও ঠিকানা জানতে চাইলে তিনি তাদেরকে কোনো পরিচয় বা ঠিকানা দেননি।
চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই মহিলার পরিচয়ের বিষয়ে বাড়ির মালিক খোরশেদ আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন। তবে বাড়ির মালিক কোনো পরিচয় দিতে পারেননি। বর্তমানে বাড়ির মালিক পুলিশের নজরদারিতে রয়েছেন এবং মেয়েটি উদ্ধারের চেষ্টা চলছে। শিশুটি বা ওই মহিলার কোনো সন্ধান পেলে চাটখিল থানাকে জানাতে অনুরোধ করেছেন ওসি আবুল খায়ের।