বিশেষ প্রতিনিধিঃঅনলাইনে ভূমি কর পরিশোধের রসিদ জমা দিতে না পারায় নোয়াখালীর চাটখিল সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি কার্যক্রম গত এক সপ্তাহ থেকে বন্ধ হয়ে আছে। এতে করে জমি গ্রহিতারা জমি রেজিষ্ট্রি করতে এসে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছে এবং দলিল লেখকগনও কর্মহীন হয়ে পড়েছে।
রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের সার্ভারে জটিলতার কারণে গত বৃহস্পতিবার থেকে ভূমি কর পরিশোধ করা যাচ্ছে না। ১৪৩১ বাংলা সনের ভূমি কর পরিশোধের রসিদ দেখাতে না পারলে জমি রেজিস্ট্রি করা যাচ্ছে না। দলিল লেখক বাবুল শেখ জানান, ১৪৩০ সনের পরিশোধিত রশিদ প্রদর্শন করলেও চাটখিল সাব-রেজিস্ট্রার তা মানছেন না। গত এক সপ্তাহে জমি ক্রয় করা লোকজন জমি রেজিষ্ট্রে করতে এসে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছে। চাটখিলের শংকরপুর গ্রামের জিয়াউর রহমান ঢাকা থেকে জমি রেজিষ্ট্রি করতে বাড়ি এসেছেন। কিন্তু তিনি ভূমি কর পরিশোধের রশিদ দিতে না পারায় তার জমি রেজিষ্ট্রি করতে পারেন নাই। এতে হতাশ হয়ে ঢাকার নিজ কর্মস্থলে ফিরে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিলের সাব-রেজিস্ট্রার আবুল বাশার জানান, সরকারের নীতিমালা অনুযায়ী ১৪৩১ বাংলা সনের ভূমিকর পরিশোধের রশিদ না থাকলে জমি রেজিস্ট্রি করা সম্ভব না। জানা যায়, নতুন বছরের শুরু থেকে জমির রেজিস্ট্রি খরচ বেড়ে যাবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান জানান, সার্ভার জটিলতার কারণে সারা দেশে এ সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানের বিষয়ে চাটখিলের সকল ইউনিয়ন তহশিলদারকে নির্দেশনা দেয়া হয়েছে।
চাটখিলে ভূমি কর পরিশোধের রশিদ দিতে না পারায় জমি রেজিস্ট্রি বন্ধ
- সুবর্ণ প্রভাত
- ডিসেম্বর ১০, ২০২৪
- ৩:৪৮ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
হাতিয়ায় আগুনে পুড়ল ১৪ দোকান
•
জানুয়ারি ২৩, ২০২৫
সেনবাগে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
•
জানুয়ারি ২২, ২০২৫
লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
•
জানুয়ারি ২২, ২০২৫