চাটখিলে ভৌতিক বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহকরা

চাটখিল প্রতিনিধিঃনোয়াখালীর চাটখিল উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকরা ভৌতিক বিলে অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রতিনিয়তই এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। ভুক্তভোগী গ্রাহকরা জানান, যথা সময় পল্লী বিদ্যুৎ অফিসে ভৌতিক বিলের ব্যাপারে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায় না। এতো করে অনেকেই হতাশ হয়ে পড়েছে।
পৌরসভার সুন্দরপুর গ্রামের মৃত নুর হোসেনের নামে মিটার নম্বর ১০৩১০২১১৯৪১০০ টি তার ছেলে তানভীর হোসেন তত্ববধান করেন। তানভীর হোসেন গত ২মাস বাড়িতে বিদ্যুৎ ব্যবহার না করলেও তার মিটারে ১৮০ ইউনিট করে বিল ২ মাসে ৩৬০ ইউনিট বিল তৈরি করা হয়। অথচ সে এক ঘণ্টার জন্য বিদ্যুৎ ব্যবহার করে নাই। তিনি এ প্রতিকার পাওয়ার জন্য নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার নিকট আজ রববার অভিযোগ দায়ের করেছেন। তার মত অনেক ভুক্তভোগী অভিযোগ করেও তেমন কোন প্রতিকার পায়নি বলে জানা যায়।
এ ব্যাপারে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মহিউদ্দিন মোশাহেদুল্লাহ সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১