বিশেষ প্রতিনিধিঃনোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরিষদের সামনে থেকে আজ বধুবার দুপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি যুবদল নেতা বোরহান উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে র্যাব-১১-সিপিপি-৩- নোয়াখালী। আসামি বোরহান উদ্দিন উপজেলার ৯ নং খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের মৌলভী উলিউল্লাহর ছেলে এবং চাটখিল উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক। র্যাব তাকে আটকের পরে চাটখিল থানা পুলিশে সোপর্দ করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বোরহান উদ্দিন লক্ষ্মীপুর থানার একটি হত্যার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
চাটখিলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যুবদল নেতা গ্রেফতার
- সুবর্ণ প্রভাত
- মার্চ ১২, ২০২৫
- ৮:০৭ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
