চাটখিলে শেখ রাসেল দিবস পালিত

মো. হাবিবুর রহমান, চাটখিল : শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আজ সোমবার সকালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি এইচএম ইব্রাহীম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন (ভিপি নিজাম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ, চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, শহিদ উল্যাহ, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেত্রী শামিমা আক্তার মেরী প্রমুখ।

সভা পরিচালনা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।

প্রধান অতিথি এইচএম ইব্রাহীম বলেন, পূজামন্ডপে কোরআন অপমাননার ঘটনাকে কেন্দ্র করে যেন কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

পরে দিবসটি উপলক্ষ্যে প্রধান অতিথি শিশুদের মাঝে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১