চাটখলি প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা এতে সভাপতিত্বে করেন।
এ সময় কমিটির সদস্য সচিব কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম গত সভার কার্যবিবরণী পাঠ করেন এবং সভার আলোচ্যসূচি তুলে ধরেন।
আলোচ্যসূচি অনুযায়ী সুলতান ট্রের্ডাসের মালিকানা বিষয়, খুচরা সার বিক্রেতা নিয়োগ, সার বিতরণ পরিস্থিতি, সারের মজুদ, সারের চাহিদা ও মূল্য পরিস্থিতিসহ বিস্তারিত আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব বিষয়ে যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য মনিটরিং কমিটির সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
সভায় চাটখিল প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত