চাটখিলে সুস্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চাটখিল প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার সকালে সুস্বাস্থ্য রক্ষাবিষয়ক এক কর্মশালা কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চাটখিল পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন (ভিপি নিজাম)।

এ সময় বক্তব্য রাখেন চাটখিল প্রেস ক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, নোয়াখালী জেলা সিনিয়র স্বাস্থ্যসেবা শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন ও জুনিয়র স্বাস্থ্যসেবা শিক্ষা কর্মকর্তা চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তামজিদ হোসেন। কর্মশালা পরিচালনা করেন স্যানেটারি ইন্সেপেক্টর নুরুল ইসলাম।

কর্মশালায় সুস্বাস্থ্য রক্ষার জন্য পরিমিত খাদ্য, পরিমিত বিশ্রাম ও নিয়মিত ব্যায়ামের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মিষ্টিজাতীয় খাবার কম খাওয়া, অতিরিক্ত লবণ না খাওয়া ও তামাকজাতদ্রব্য পরিহার করা সুস্বাস্থ্য রক্ষার জন্য একান্ত প্রয়োজন বলে কর্মশালায় তুলে ধরা হয়। কর্মশালায় উপস্থিত সবাইকে এসব বিষয়বস্তু নিয়ে মানুষকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১