চাটখিলে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

মো. হাবিবুর রহমান, চাটখিল : নোয়াখালীর চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ড ছয়ানীটবগা গ্রামের ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৫) ধষণচেষ্টার অভিযোগে সিএনজি অটোরিকশা চালক মো. হাসানের (২৫) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হাসান একই গ্রামের সেলিমের ছেলে। স্কুলছাত্রীর মা গত বুধবার রাতে চাটখিল থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত রবিবার সকাল সাড়ে ১১টার দিকে হাসান ওই ছাত্রীর ঘরে ঢুকে ছাত্রীকে টেনে-হিঁচড়ে ঘর থেকে বের করে বাড়ির পাশে বাগানে নিয়ে যায়। এ সময় ছাত্রীর মা-বাবা কেউ ঘরে ছিল না। তার ছোট দুই ভাই-বোন সামনে হাছান তাকে বাগানের নির্জনস্থানে নিয়ে মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষণের চেষ্টা করে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর ছাত্রীটি দৌড়ে বাড়ির আরেক ঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে। এ সময় বাড়ির লোকজন কান্নাকাটির কারণ জানতে চাইলে সে ঘটনা খুলে বলে। পরে ছাত্রীটির মা-বাবা বাড়ি এসে ঘটনা জানার পর এ ব্যাপারে পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর মেয়রকে বিষয়টি অবগত করান। পরে তারা ছাত্রীর মাকে থানায় অভিযোগ করার পরামর্শ দেন।
ছাত্রীটির মা অভিযোগ করে বলেন, থানায় কোনো অভিযোগ দায়ের না করার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়েছে।
অভিযুক্ত হাছানের আত্মীয় চাটখিল পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহম্মদ সুমন বিষয়টি মীমাংসা করে দিবে বলে তার উপর চাপ সৃষ্টি করে। পরে গড়িমসি করে সময় ক্ষেপণ করে।
এ ব্যাপারে কাউন্সিলর সালেহ আহম্মদ সুমনের সাথে যোগাযোগ করলে হাছান তার আত্মীয় স্বীকার করলেও তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
চাটখিল থানার ওসি মো. আবুল খায়েরের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীর ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১