চাটখিল প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম এক শ্রেণী এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মাসের ২৭ সেপ্টেম্বর সোমবার ওই ছাত্রীকে অপহরণ করা হয়Ñ দাবী করে তার মা বাদী হয়ে চাটখিল থানায় একই দিন অভিযোগটি দায়ের করেন। ঘটনার ২১ দিন পর গতকাল রোববার রাতে ফেনীর ছাগলনাইয়া থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ অভিযুক্ত প্রেমিক মোস্তফা কামাল শাকিলকে (২৬) আটক করে।
থানা সূত্রে জানা যায়, ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফেনীর ছাগলনাইয়ার দারগার হাটের আবদুল লতিফের ছেলে গোলাম মোস্তফা শাকিলকে আটক করে এবং ওই ছাত্রীকে উদ্ধার করে চাটখিল থানায় নিয়ে আসে।
চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, আটককৃত শাকিলকে অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।