চাটখিল প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল-রামগঞ্জ সড়কের ১১নং পুলের গোড়ায় গতকাল সোমবার সন্ধ্যায় জননী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন কিশোর গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
হাসপাতালে আনার পরপরই ফাইমুল হাসান অমিত (১৫) নামে এক কিশোর মারা যায়। অমিত চাটখিল পৌরসভার মির্জাপুর নোয়াবাড়ির নাসির মিয়ার ছেলে। আহত দু’জন হচ্ছে একই গ্রামের হানিফ মিয়ার ছেলে মিলন (১৫) ও আমিরের ছেলে শাওন (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে রামগঞ্জ থেকে ছেড়ে আসা জননী পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চাটখিলের দিকে আসছিল, এ সময় চাটখিল থেকে মোটরসাইকেল আরোহী তিন কিশোর ১১নং পোলের গোড়ায় গেলে জননী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অমিত একটি ডেকোরেটরের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতো। ঘটনার দিন তারা তিন বন্ধু একত্রিত হয়ে মির্জাপুরের আনোয়ারের কাছ থেকে ঘন্টা ১শ’ টাকা হিসেবে মোটরসাইকেলটি ভাড়া নিয়ে ঘুরতে বের হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি, তবে পুলিশ বিষয়টি অবগত হয়েছেন এবং বাসটি আটকের চেষ্টা চালাচ্ছেন বলে জানায়।