মো. হাবিবুর রহমান, চাটখিল : নোয়াখালী জেলার চাটখিল উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ কমিটিতে স্থান না পাওয়া ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত নেয়ায় অভিযোগকারীরা গতকাল বুধবার রাতে চাটখিল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়েছেন।
অভিযোগকারীদের মধ্যে চাটখিল পৌর ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন ইমন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে নবগঠিত উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন এবং গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের ঢালা ভাঙ্গচুর করার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের মাহমুদুল হাসান চৌধুরী রনি, মো. সুমন খাঁন, মহসিন পাটোয়ারী, সাইফুল গাজীসহ আরো অনেক নেতাকর্মী।
নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদক কর্তৃক চাটখিল উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির কার্যক্রম স্থগিত করেছেন বলে নিশ্চিত করেন।
চাটখিল উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির কার্যক্রম স্থগিত
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ১৯, ২০২১
- ২:৪৮ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত