চাটখিল প্রতিনিধিঃনোয়াখালীর চাটখিল উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান হাছান আহমেদ (৬৯) গত মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। আজ বুধবার দুপুরে চাটখিল পৌরসভার সুন্দরপুর নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুম হাছান আহমেদ উপজেলা চেয়ারম্যান হওয়ার পূর্বে পাঁচগাঁও ইউপির ২বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
তার মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রীক দল-জেএসডি চাটখিল উপজেলা সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইঁয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ খোকন, সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, বাহার আলম মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।
চাটখিল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাছান আহমেদের ইন্তেকাল
- সুবর্ণ প্রভাত
- অক্টোবর ৩০, ২০২৪
- ৭:১৪ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত