চাটখিল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়টি নানা সমস্যায় র্জজরিত

২০ বছর ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে চলছে কার্যক্রম

মো. হাবিবুর রহমান, চাটখিল : নোয়াখালী জেলার চাটখিল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়টি দীর্ঘদিন ধরে সমস্যায় জর্জরিত। ফলে এলাকাবাসী এ প্রতিষ্ঠান থেকে কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না। উপজেলার পূর্ব প্রান্তের পাঁচগাঁও ইউনিয়নের কাচারী বাজারে অবস্থিত কার্যালয়টি ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি কোনো সংস্কার হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রাণিসম্পদ কার্যালয়টি উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকে কোনো সংস্কার না হওয়ায় একটু বৃষ্টি হলেই ভেতরে পানি পড়ে স্যাঁতসেতে অবস্থার সৃষ্টি হয়। কার্যালয়ে ঢোকার রাস্তাটি বাঁকা হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সেবা নিতে আসা মানুষগুলোকে। সীমানা প্রাচীরের নিচের মাটি সরে যাওয়ায় তার নিচ দিয়ে বহিরাগতরা অহরহ প্রবেশ নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছে।

এখানে কর্মকর্তাদের থাকার পরিবেশ না থাকলেও বাধ্য হয়ে থাকতে হচ্ছে। কেউ যদি না থাকেন তাহলে মাসিক বেতন থেকে তাকে বাসা ভাড়া দিতে হয়। সুপেয় পানিসহ নিত্য ব্যবহার্য পানির কোনো ব্যবস্থা নেই। এছাড়া বহিরাগতদের নিয়মিত আড্ডায় কার্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে পড়েছে।

প্রতিদিন শতাধিক পশুপালনকারী সমবায়ীরা এই কার্যালয়ে সেবা নিতে আসেন। কার্যালয়ে ১১টি পদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রাণিসম্পদ কর্মকর্তার পদসহ ৬টি পদ শূন্য। প্রধানের পদটি ২০ বছর ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়েই চলছে। কার্যালয়ে প্রবেশের পথ আঁকাবাঁকা হওয়ায় ইতোমধ্যে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুজন মিয়া, ডা. আজিজুল হাকিম, দশঘরিয়া বাজারের গো-খাদ্য বিক্রেতা স্বপন পাটোয়ারী, চাটখিল ডেইরি এসোসিয়েশনের সেক্রেটারি মো. সোহাগ হোসেনসহ অনেক সেবাগ্রহিতা দুর্ঘটনার শিকার হয়েছেন।

এই কার্যালয়ের সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ফখরুল আহসান পিন্টু বলেন, জরাজীর্ণ এ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সাইদুর রহমান বলেন, উপজেলা সমন্বয় সভায় এসব সমস্যা অবগত করা হয়েছে এবং কর্তৃপক্ষকে সকল সমস্যার বিষয়ে জানানো হয়েছে। তবে এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১