চাটখিল চক্ষু এন্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা

মো. হাবিবুর রহমান, চাটখিল : নোয়াখালী জেলার চাটখিল পৌর শহরের খিলপাড়া রোডে অবস্থিত চাটখিল চক্ষু এন্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

বুধবার সন্ধ্যায় তিনি আকষ্মিকভাবে হাসপাতালটি পরিদর্শনে এসে হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও টেকনেশিয়ান না থাকায় এবং বিভিন্ন অনিয়ম পেয়ে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে রোগীদেরকে হয়রানিসহ চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ আদায় এবং বিভিন্ন অনিয়ম করে আসছে। এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সিভিল সার্জন আকষ্মিকভাবে হাসপাতালে এসে অভিযোগের সত্যতা পেয়ে হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল না থাকা ও বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১