চাটখলি প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলামের বিদায় উপলক্ষে তার সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়। গতকাল শনিবার রাতে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
এ সময় বক্তব্য রাখেন বিদায়ী ওসি মো. আনোয়ারুল ইসলাম, নবাগত ওসি মো. আবুল খায়ের, চাটখিল প্রেস ক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, জেলা পরিষদ সদস্য ইমরুল চৌধুরী রাসেল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ্, সৈয়দ মাহমুদ হোসেন তরুন, শহিদ উল্যাহ, ইব্রাহিম খলিল সোহাগ ও বাহার আলম মুন্সি প্রমুখ।
সভায় বক্তারা চাটখিলে ওসি আনোয়ারুল ইসলামের আড়াই বছর দায়িত্ব পালনকালীন সময়ে তার সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ভূঁয়সী প্রশংসা করেন। বক্তারা আরো বলেন, ওসি আয়োরুল ইসলামের দায়িত্ব পালনকালে এ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মাদক নির্মূলে জিরোটলারেন্স নীতিতে অটল থেকে চাটখিলকে মাদকমুক্ত শহর গঠনের প্রচেষ্টা এবং কয়েকটি হত্যা মামলার রহস্য অল্প সময়ে উদঘাটন করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও জানান তারা। এ সময় ওসি আনোয়ারুল ইসলাম তাকে সংবর্ধনা দেয়ায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া চান।
সভা পরিচালনা করেন চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ।
চাটখিল থানার ওসির বিদায় সংবর্ধনা
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ৫, ২০২১
- ১:১৯ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
সোনাইমুড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন
•
ডিসেম্বর ১৪, ২০২৪
শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা
•
ডিসেম্বর ১৪, ২০২৪
সেনবাগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
•
ডিসেম্বর ১৪, ২০২৪
নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
•
ডিসেম্বর ১৪, ২০২৪