চাটখিল প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

চাটখলি প্রতনিধি : নোয়াখালী জেলার চাটখিল থানার নবাগত ওসি মো. আবুল খায়ের গতকাল সোমবার রাতে চাটখিল প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির ও সেকেন্ড অফিসার কৃষ্ণ কুমার দাস।
অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে তার পরিবারের নিহতদের জন্য বিশেষ মোনাজাতে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মফিজুল ইসলাম।
এরপর চাটখিল প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শোয়েব হোসেন ভুলুর সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চাটখিল প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান

সভায় ওসি মো. আবুল খায়ের বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সবচেয়ে বেশি সহযোগিতা করছেন সাংবাদিকবৃন্দ। এই ধারা অব্যাহত রেখে তিনি চাটখিল প্রেসক্লাবের সাথে সম্পৃত্ত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি মাদক নির্মূল, বাল্যবিয়ে রোধ, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনাসহ আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্সের ঘোষণা দেন।
এ সময় প্রেস ক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান পুলিশ প্রশাসনের দৃষ্টি আর্কষণ করে বলেন, চাটখিলে কথিত অনলাইন পত্রিকা নামে অনেকে ফেসবুকে ফেইক আইডি খুলে জনগণ ও প্রশাসনকে ধোঁকা দিচ্ছে। তাই তিনি এদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। পরে চাটখিল প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষে নবাগত ওসি আবুল খায়েরকে আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক সহযোগিতা করার ঘোষণা দেন।
মতবিনিময় সভায় চাটখিল প্রেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১