চাটখলি প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ভীমপুর কারিগরি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী ১৯৯৯-২০০০ বর্ষের ৬ষ্ঠ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে জয়াগ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ভীমপুর কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভীমপুর কারিগরি কলেজের সভাপতি মো. বেলায়েত হোসেন ও বিশেষ অতিথি ছিলেন মিজানুর রহমান দেওয়ান।
এ সময় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আবুল হোসেন, কাজী মো. ইসমাইল ও প্রভাষক জসিম মাহমুদ।
প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী মো. ইসমাইল পাটোয়ারী, জয়নাল আবেদীন মিলন ও ফয়েজ আহমেদ।
সভা শেষে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দীর্ঘদিন পর প্রাক্তন এ অনুষ্ঠানে একত্রিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছাত্রছাত্রীরা। এ সময় প্রাক্তন তাদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।