সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃদ্বিতীয় ধাপে আগামী ২১ মে নোয়াখালীর তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উপজেলাগুলো হচ্ছে চাটখিল, সোনাইমুড়ী ও সেনবাগ। এই তিন উপজেলায় চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থ মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৪২ জন। তার মধ্যে চেয়ারম্যান পদে ১৬জন, ভাইস চেয়ারম্যান(পুরুষ)১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ১২ জন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান(পুরুষ)৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জনসহ ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
চুড়ান্তভাবে সব পদে তিন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্র্থীর সংখ্যা ৩১জনে দাঁড়িয়েছে। তার মধ্যে চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান(পুরুষ) ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রার্থীদের মধ্যে সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন নোয়াখালী-২ আসনের এমপি মোরশেদ আলমের ছেলে সাইফুল আলম (দিপু)। তিনি মনোয়ন প্রত্যাহার করেনি।
প্রার্থীর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও উপজেলা পরিষদ নির্বাচন রির্টানিং কর্মকর্তা শারমিন আরা।
এ তিন উপজেলায় চেয়ারম্যানও ভাইস চেয়ারম্যান পদে ৯৯ভাগ প্রার্থীরা আওয়ামী লীগ ও এক ভাগ স্বতত্র প্রার্থী রয়েছেন ।
চাটখিল উপজেলায় ৫ জন চেয়ারম্যান প্রার্থী মধ্যে চেয়ারম্যান পদে কাজী মাঈন উদ্দিন হোসেন ও মোহাম্মদ কাউসার আহম্মদ ও ভাইস চেয়ারম্যান পদে রিয়াজ খান তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
চেয়ারম্যান পদে এখন তিন প্রতিদ্বন্দ্বির মধ্যে নির্বাচনী মাঠে রয়েছেন,খায়েরুল বাসার, জাহাঙ্গীর কবির( বর্তমান চেয়ারম্যান), জেড এম আজাদ খান।
ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ)৩ জন, তারা হলেন এইচ এম আলী তাহের( বর্তমান ভাইস চেয়ারম্যান), মো. আছসান হাবিব ও মো. সামছুল আলম ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। তারা হলে, রোজিনা আক্তার( বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান) ও শামীমা আক্তার। মোট প্রার্থী-৮ জন।
সোনাইমুড়ী উপজেলায় ৪ জন চেয়ারম্যান প্রার্থী মধ্যে একজন মহি উদ্দিন তার মনোনয়পত্র প্রত্যাহার করেন।
চেয়ারম্যান পদে অন্য তিনজন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন আফম বাবুল(সাবেক চেয়ারম্যান), মো. মো. মমিনুল ইসলাম ও হামিদ মো. ইউসুফ।
ভাইস চেয়ারম্যান(পুরুষ) ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন, জাবেদ আলম কিরণ, মো. ইউসুফ, রিয়াদ হোসেন ও হেফজুর রহমান রিজভী।
প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা দুইজন হলেন, আবু বকর ছিদ্দিক ও মো. খলিুর রহমান ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মধ্যে একজন নার্গিস আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন । প্রতিদ্বন্দ্বি ৪ প্রার্থী হলেন,আয়েশা আক্তার( বর্তমান (ভাইস চেয়ারম্যান), বেগম রোকেয়া, মারজাহান আক্তার ও রুবিনা আক্তার। মোট প্রার্থী-৯ জন।
সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জনের মধ্যে দুইজন মো. আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মোহাম্মদ শিহাব উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ।
৬জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন,একেএম জাকির হোসেন,এস এম জাহাঙ্গীর আলম মানিক, জাফর আহম্মদ চৌধুরী(বর্তমান চেয়ারম্যান), মো. আবু জাফর টিপু(সাবেক মেয়র), এমপি পুত্র সাইফুল আলম( দিপু) ও স্বতন্ত্র প্রার্থী হাসান মঞ্জুর।
ভাইস চেয়ারম্যান পদে(পুরুষ)৪ জন । তারা হলেন, এএফএম দিদারুল ইসলাম, মোহাম্মদ কামাল উদ্দিন,মোহাম্মদ গেলাম কবির ( বর্তমান ভাইস চেয়ারম্যান) ও শাহারিয়ার আলমগীর।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। তারা হলেন, আমেনা খাতুন, জাহানারা বেগম, ফেরদৌস আরা ,মরিয়ম সুলতানা( বর্তমান ভাইস চেয়ারম্যান) ও রোজিয়া বেগম বকুল।মোট প্রার্থী-১৫ জন।
এ সব উপজেলা নির্বাচনে আগামী বৃহস্পতিবার(২ মে) প্রতীক বরাদ্ধ এবং ২১ মে মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
চাটখিল, সোনাইমুড়ী ও সেনবাগে চেয়ারম্যানসহ ৩১ প্রার্থী চুড়ান্ত, এমপি পুত্র প্রত্যাহার করেনি
- সুবর্ণ প্রভাত
- এপ্রিল ৩০, ২০২৪
- ৯:২১ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত