নিজস্ব প্রতিনিধিঃকারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহনযোগ্য তা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইন্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাশ) সমমান ও মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহনের প্রেক্ষিতে ডিগ্রি ইন্জিনিয়ার্স ইনিস্টিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে এবং চার দফা দাবী আদয়ে সংবাদ সম্মেলন করেছে ইনস্টিটিউড অব ডিপ্লোমা ইজ্ঞিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) নোয়াখালী জেলা শাখা ।
গতকাল মঙ্গলবার জেলা পরিববার পরিকল্পনা সমিতির মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আইডিইবি নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান ও সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান ।
বক্তরা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা প্রকৌশলীদের ৪ দফা দাবী অনতিবিলম্বে বাস্তবায়ন করা, প্রশাসনে কারিগরি আমলা নিয়োগ বন্ধ করা, মেধার অপচয় রোধ করা।(একজন সাধারণ শিক্ষায় স্নাতক ডিগ্রিধারীর জন্য সরকারের ব্যায় ৭ লাখ টাকা, একজন ডিগ্রি প্রকৌশলীর জন্য সরকারের ব্যায় ৩০ লাখ টাকা) ও প্রশাসনে সাধারন শিক্ষায় স্নাতক ডিগ্রিধারী নিয়োগ দিয়ে ডিগ্রি প্রকৌশলীদের তাঁদের কর্মক্ষেত্র ড্রয়িং, ডিজাইন ইত্যাদিতে নিয়োজিত করা।
চার দফা দাবীতে আইডিইবি নোয়াখালী জেলা শাখার সংবাদ সম্মেলন
- সুবর্ণ প্রভাত
- মে ১৫, ২০২৪
- ১১:২৭ পূর্বাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত