নিজস্ব প্রতিনিধি
শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১০ দিনের নৈমত্তিক ছুটি নিয়ে বাড়িতে গেলেন পুলিশ সদস্য বিমল জ্যোতি ত্রিপুরা। বাড়ি গিয়ে দূর্গাউৎসবের আনন্দ থাক দুরের কথা পরিবার পরিজনকে কাঁদিয়ে তিনি চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেলেন । বিমল জ্যোতি ত্রিপুরা(৪২) নোয়াখালীর চাটখিল থানায় কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপারের দপ্তর থেকে পাঠানো তথ্যে জানা গেছে, শনিবার পুলিশ সদস্য বিমল জ্যোতি ত্রিপুরা শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ছুটি নিয়ে বাড়ি যান। ওইদিন রাতে তার প্রচন্ড জ্বর আসে। এ অবস্থায় পরিবারের লোকজন প্রথমে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতাল নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ভর্তি করা হয়। গতকাল রবিবার রাত ৮টা ৫০ মিনিটে সে খানে তিনি মারা যান।