চুরি করে চোর পালিয়েছে, দেশে তাদেরকে নির্বাচন করতে দিবো না-অধ্যাপক মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিনিধিঃইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, ১৫ই আগস্ট আসলে চোখ দিয়ে পানি আসতো, গ্লিসারিন ডুকিয়ে বলতেন আমি আমার মা বাবাকে হারিয়েছি।
তিনি বলেন, তুমি তো তোমার মা বাবার বিচার করতে পেরোছ! তোমার এই ১৫ই আগস্টের মধ্যেও হাজারও মায়ের বুক খালি হয়েছে। সে মায়েদের বিচার কে দেবে? জুলাই আগষ্ট বিপ্লবে যাহারা শাহাদাত বরণ করেছে, তোমার ফাঁসির কাষ্টে দাড়িয়ে বাংলার জমিনে বিচার করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেলা দক্ষিণ ইসলামী যুব আন্দোলনের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়ে চুরি করে সেই চোর পালিয়েছে। কিন্তু আমরা চোর ধরতে পারি নাই। তার দোসরা রয়ে গেছে। তাদের বাংলার জমিনে নির্বাচন করতে দিবো না। তারা কোন মিছিল করতে পারবে না। তাদেরকে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার উত্তর থেকে ২০০৮ পর্যন্ত যারা এদেশের মন্ত্রী হয়েছে তাদের রিক্সা ভাড়ার টাকা ছিল না। অথচ এম.পি মন্ত্রী হওয়ার পর পাজারু গাড়িতে চড়ে। আমার আপনার টাকা তারা লুট করেছে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ শাখার সভা ইকবাল হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহম্মেদ সাকী সহ জেলা ও উপজেলার নেতা কর্মীরা। পরে সম্মেলনে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮