নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীর প্রধান বানিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজার থেকে বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে চৌমুহনী পূর্ব বাজারে হরতালের সমর্থনে বিএনপির একটি মিছিল বের হলে থেকে পুলিশ বাধা দিলে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় পুলিশ ধাওয়া করে ৩জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন,চৌমুহনী পৌরসভা বিএনপির প্রচার সম্পাদক কফিল উদ্দিন সুফল, চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সোহেল ও যুবদল নেতা মো. জহিরুল ইসলাম ওরফে সুমন।
স্থানীয় সূত্রে জানাযায়, নির্বাচনের তফসিল প্রতাখ্যান করে বিএনপির ডাকা হরতালের সমর্থনে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাসের নেতৃত্বে সকালে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌমুহনী বাজারের ব্যাংক রোড থেকে বের হয়ে কাছারি বাড়ি মসজিদ মোড়ে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মিদের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে উপর ইট-পাটকেল নিক্ষপ ঘটনা ঘটলে পুলিশ ধাওয়া করে তাদের ছএভঙ্গ করে দেয়। এবং তিন নেতাকে গ্রেফতার করে ।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃৃতদের বিরদ্ধে আগের মামলা রয়েছে।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে সেনবাগ উপজেলায় হরতালের সমর্থনে বিএনপি নেতা-কর্মীদের মিছিলে লাঠিপেটা করে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কমপক্ষে ৫ নেতা-কর্মী আহত হয়েছেন। নোয়াখালী- ফেনী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
সেনবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, বিএনপির কর্মীরা মিছিল বের করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইলে পুলিশ সেখানে যেতেই তারা পালিয়ে যায়। লাঠিপেটার কোনো ঘটনা তার জানা নেই।
চৌমুহনীতে বিএনপির ৩ নেতা গ্রেফতার,সেনবাগে লাঠিপেটায় আহত-৫
- সুবর্ণ প্রভাত
- ডিসেম্বর ১৯, ২০২৩
- ৩:৩২ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
চাটখিলে দুই মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
