চৌমুহনীতে  মন্দিরে হামলার ঘটনায়  র‌্যাব  ও পুলিশের অভিযানে  ইউপি চেয়ারম্যাসহ  নয় আসামি  গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালীর প্রধান বানিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে মন্দির,ব্যাবসা প্রতিষ্ঠা ও বাসা বাড়িতে হামলা ও  হত্যাকান্ডের  ঘটনায়  দায়েরকৃত  মামলার  এক ইউপি চেয়ারম্যানসহ নয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব এবং বেগমগঞ্জ মডেল থানার পুলিশ।

মঙ্গলবার  দিবাগত রাত এবং  আজ  বুধবার  চৌমুহনী পৌরসভা ও পাশবর্তী এলাকায় পৃথকভাবে  র‌্যাবের অভিযানে ছয় জন ও পুলিশের অভিযানে  তিন  জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব ও পুলিশ  বলেছে, ভিডিও  সিসি টিভি ফুটেজ  দেখে আসামীদের  গ্রেফতার করা হয়েছে।

পুলিশের অভিযানে গ্রেফতারকৃত  তিনজনের মধ্যে খলিলুর রহমান(৫৫) বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি বিএনপি সমর্থক বলে জানাযায়। অপর দুইজন হলেন বেগমগঞ্জের ঘাটলা ইউনিয়নের  কাদিরপুর গ্রামের আব্দুল মালেক পাটোয়ারীর ছেলে  মোঃ ইলিয়াস (৩৫), একলাশপুর ১নং ওয়ার্ডের আবুল বাসারের ছেলে মৃত আবদুল মমিনের ছেলে মোঃ মিজানুর রহমান (৩০)।

আজ বিকালে নোয়াখালী পুলিশ সুপারের দপ্তর থেকে এই ৩ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরো জানানো হয়েছে, চৌমুহনীতে মন্দির,ব্যাবসা প্রতিষ্ঠা ও বাসা বাড়িতে হামলাসহ হত্যাকান্ড সংক্রান্ত  মামলায়  আজ পর্যন্ত ৮০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 (ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান)

অন্যদিকে  বিকালে  র‌্যাব -১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর  কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত এ প্রেসবিজ্ঞপ্তিতিতে ৬  আসামিকে  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলো, বেগমগঞ্জ থানার নরোত্তমপুর গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মোঃ নিজাম উদ্দিন (৩২), দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর গ্রামের ( বর্তমান পৌর হাজীপুর (নোয়া বাড়ি সংলগ্ন সবুজ মঞ্জিল), মৃত আব্দুর রবের ছেলে মোঃ রাসেল (৩৬) ও তার ভাই আব্দুল মোতালেব বাবুল (৪৭), হাজীপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের শফিউল্যাহ’র ছেলে মোঃ সাহাদাত হোসাইন (৩৪), দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আবুল কালামের ছেলে  গোলাম কিবরিয়া সুমন (৩০) এবং সুধারাম মডেল থানা এলাকার   নেয়াজপুর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আনোয়ারুল আজিম (৪০)। গ্রেফতারকৃতদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করেছে  র‌্যাব।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০